আপনার স্কিন ফর্সা করার ফর্মুলা
১। আজ আমি আপনাদের দুটি অসাধারণ স্কিন ফর্সা করার ফর্মুলা বলব। এটা বাইরে কোথাও যাওয়ার আগে ব্যবহার করতে পারবেন। এটা দ্বারা আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। এর সাথে আপনার ডার্ক স্পোট, ব্ল্যাকস্পট, ব্রণের দাগও দূর দূর হবে। এটি একটি প্রাকৃতিক ফেসিয়াল। এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
প্রথমে একটা আলুকে আলুকে ছোট ছোট করে কেটে নিন। এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করুন। এবার এতে গোলাপ জল মিশান এক চা চামচ। আপনার স্কিন যদি তৈলাক্ত হয় তাহলে এতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। আর যদি ত্বক শুষ্ক শুষ্ক হয় তাহলে এর সাথে এক চামচ মধু মেশান। আর যদি ত্বক নরমাল হয় তাহলে লেবু ও মধু দুটি ব্যবহার করতে পারবেন। আর যদি লেবু ও মধু না থাকে তাহলে পটেটো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে মুখে লাগাতে পারবেন। এটি মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর এটা ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ দিন লাগাতে পারেন।
No comments